fbpx
অনুষ্ঠানঅন্যান্যঅন্যান্যদেশবাংলাবিনোদন

নববর্ষ উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আগামী পহেলা বৈশাখ রাজধানীর রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি) এলাকাসহ আশপাশে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। বৃহস্পতিবার (১১ এপ্রিল) ডিএমপি’র এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রমনাপার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, টিএসসি, ধানমন্ডি রবীন্দ্র সরোবর ও হাতিরঝিল এলাকায় বিভিন্ন সংগঠন দিনব্যাপী বর্ষবরণ অনুষ্ঠান করবে। ওই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই সব স্থানে লাখো মানুষের সমাগম হবে। এসব এলাকায় যানবাহন চলাচলের লক্ষ্যে ডিএমপি’র পক্ষ থেকে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত কিছু নির্দেশনা জারি করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকাজুড়ে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে অনুষ্ঠানে আগত জনসাধারণ যাতে নিরাপদে নববর্ষের অনুষ্ঠান উপভোগ করতে ও সুষ্ঠু যানবাহন চলাচলের লক্ষ্যে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

বৃহস্পতিবার বেলা ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে পয়লা বৈশাখ উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রাফিক নির্দেশনা দেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

প্রতি বছরের মতো এবারও একই রুটে ‘মঙ্গল শোভাযাত্রা’ অনুষ্ঠিত হবে। সোয়াট, ডিবি, ইউনিফর্মে থাকা পুলিশ দিয়ে ‘মঙ্গল শোভাযাত্রায়’ বেষ্টনী করা হবে। শোভাযাত্রায় মুখোশ পরা যাবে না। তবে হাতে রাখা যাবে। পথের মধ্যে কাউকে মঙ্গল শোভাযাত্রায় ঢুকতে দেওয়া হবে না। ১৩ এপ্রিল শনিবার সন্ধ্যা ৬টা থেকে ১৪ এপ্রিল রাত ৯টা পর্যন্ত ঢাবি ক্যাম্পাস এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি ছাড়া সব ধরনের যানবাহন প্রবেশ বন্ধ থাকবে।

যেসব রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে

১. বাংলা মোটর-রূপসী বাংলা ক্রসিং-শাহবাগ-টিএসসি-দোয়েল চত্বর

২. ইন্টারকন্টিনেন্টাল-কাকরাইল-মৎস্য ভবন-কদম ফোয়ারা

৩. মৎস্য ভবন-শাহবাগ- কাঁটাবন

৪. পলাশী-শহীদ মিনার-দোয়েল চত্বর-হাইকোর্ট ক্রসিং

৫. বকশীবাজার-শহীদ মিনার-টিএসসি

৬. শহীদুল্লাহ হল ক্রসিং-দোয়েল চত্বর

৭. নীলক্ষেত-টিএসসি

যান চলাচলে বিকল্প রুট

১. মিরপুর রোড-সায়েন্স ল্যাবরেটরি-নিউমার্কেট-আজিমপুর-বকশীবাজার-চাঁনখারপুল-গুলিস্তান

২. রাসেল স্কয়ার-সোনারগাঁও-রেইনবো-মগবাজার-মালিবাগ-রাজমনি-ইউবিএল-গুলিস্তান

৩. মহাখালী-সাতরাস্তা-মগাবাজার-রাজমনি-ইউবিএল-গুলিস্তান

৪. ফার্মগেট-সোনারগাঁও-বাংলা মোটর-মগবাজার-মৌচাক-মালিবাগ-খিলগাঁও

যানবাহন ডাইভারশন

সোনারগাঁও, বাংলা মোটর ক্রসিং, পরিবাগ গ্যাপ, নেভাল চিফ গলি, সাকুরা গলি, পুলিশ ভবন ক্রসিং, সবজি বাগান ক্রসিং, মিন্টো রোড পূর্ব প্রান্ত, অফিসার্স ক্লাব ক্রসিং, সুগন্ধা ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, শিল্পকলা একাডেমি গলি, দুদকের গলি, কার্পেট গলি, মৎস্য ভবন ক্রসিং, ইউবিএল ক্রসিং, জিরো পয়েন্ট, হাইকোর্ট ক্রসিং, রোমানা চত্বর ক্রসিং, বকশীবাজার ক্রসিং, পলাশী, নীলক্ষেত, কাঁটাবন, আজিজ সুপার মার্কেট, প্রশাসন একাডেমি গলি ও শাহবাগ।

গাড়ি পার্কিং করবেন যেখানে

১. রাজধানীর উত্তর দিক থেকে আসা গাড়ি পার্কিং করা যাবে হলি ফ্যামিলি হাসপাতাল রোডে

২. পুরাতন এলিফেন্ট রোডে

৩. রাজধানীর দক্ষিণ দিক থেকে আসা গাড়ি আব্দুল গনি রোডে

৪. রাজধানীর দক্ষিণ দিক থেকে আসা গাড়ি কার্জন হল থেকে বঙ্গবাজার হয়ে ফুলবাড়িয়ায়

৫. শিল্পকলা একাডেমির সামনে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর যানবাহন

৬. সুগন্ধা থেকে অফিসার্স ক্লাব পর্যন্ত গাড়ি পার্কিং করতে পারবেন ভিআইপি ও মিডিয়া কর্মীরা

৭. রাজধানীর দক্ষিণ-পশ্চিম দিক থেকে আসা গাড়ি কাঁটাবন থেকে নীলক্ষেত হয়ে পলাশী পর্যন্ত পার্কিং করা যাবে।

গাড়ি পার্কিং ব্যবস্থাপনা (এক লেনে)

১. হলি ফ্যামিলি হাসপাতাল রোড (উত্তর থেকে আগত)

২. পুরাতন এলিফ্যান্ট রোড (উত্তর থেকে আগত)

৩. আব্দুল গনি রোড (পূর্ব-দক্ষিণ দিকের গাড়িগুলো

৪. কার্জন হল থেকে বঙ্গবাজার হয়ে ফুলবাড়িয়া (দক্ষিণ দিকের গাড়িগুলো)

৫. মৎস্য ভবন থেকে কার্পেট গলি (আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িগুলো)

৬. শিল্পকলা একাডেমি গলি (আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িগুলো)

৭. সুগন্ধা থেকে অফিসার্স ক্লাব (ভিআইপি ও মিডিয়ার গাড়িগুলো)

৮. কাঁটাবন থেকে নীলক্ষেত হয়ে পলাশী পর্যন্ত (দক্ষিণ-পশ্চিম দিকের গাড়িগুলো)

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button