fbpx
বিশ্ববাংলা

ব্যাংকক থিয়েটার ফেস্টিভ্যালে ‘ব্ল্যাকফ্লেইম থিয়েটার’

ব্যাংকক থিয়েটার ফেস্টিভ্যালে ব্ল্যাকফ্লেইম থিয়েটার

বিদেশের মাটিতে বাংলা সংস্কৃতিকে তুলে ধরতে ব্যাংকক ফেস্টিভ্যালে আমন্ত্রণ পেয়েছে নবীন নাট্যসংগঠন ব্ল্যাকফ্লেইম থিয়েটার।

আগামী ১০ ও ১১ই নভেম্বর ব্যাংকক আর্ট এন্ড কালচার সেন্টারে দ্য ব্লাইন্ড পার্সপেক্টিভ নাটকটির দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

বিনোদনে নান্দনিকতা” স্লোগানে ২০১৭ সালে যাত্রা শুরু করে ব্ল্যাক ফ্লেইম থিয়েটার।

ইতিমধ্যে ৫টি মুকাভিনয় মঞ্চে এনেছে ব্লাকফেইম। এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক উৎসবে অংশগ্রহন করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে থিয়েটারটি।

বাঙ্গলার সু-প্রাচীন ঐতিহ্য নাট্য ও মুক্তিযোদ্ধের চেতনায় আলোকিত বহি্শিখার আড়ালে লুকিয়ে থাকা অ -ব্যক্ত কালো অধ্যায়,

আধুনিক বাংলা নাট্যরীতির নান্দনিকতার মধ্যদিয়ে পরিবেশনের কথা জানান, সংগঠনের প্রতিষ্ঠাতা  তানভির শেখ।

তানভীর আরো জানান, নাট্যজীবনে বিভিন্ন দেশে থাকা প্রবাসীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন বহুবার।

১৮ দিনব্যাপী চলা এই বর্ণাঢ্য অনুষ্ঠানে বাংলাদেশ, কানাডা, ইটালী, জাপান ও নেপালসহ বেশ কয়েকটি দেশ অংশগ্রহন করছে। এ আয়োজনে মিডিয়া পার্টানার হিসেবেও থাকছে বাংলা টিভি।

বাংলাদেশ থেকে দ্যা ব্লাইন্ড পার্সপেক্টিভ প্রদর্শনীর জন্য নির্বাচিত সদস্যরা হলেন, হুমায়ন কবির সুইট, নূরে আলম, আরিফুল হক, শাকিল আহমেদ ও তানভির শেখ। সব ঠিক থাকলে আগামী কাল থাইল্যান্ড যাবার কথা রয়েছে তাদের।

বাংলা টিভি/বিবি/সাশা

সংশ্লিষ্ট খবর

Back to top button