fbpx
জাতীয় পার্টিরাজনীতি

ইসির কাছে জাপার ৮ দাবি

ইসির কাছে জাপার দাবি

৮ নভেম্বরই তফসিল ঘোষণার পাশাপাশি নির্বাচনে সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে রাখার দাবিসহ আট বিষয় নিয়ে নির্বাচন কমিশনের সাথে জাতীয় পার্টির আলোচনা হয়েছে।

সকালে নির্বাচন কমিশন- ইসির সাথে জাপা’র প্রতিনিধি দলের সংলাপ শেষে মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এসব কথা জানান।

ইসি সচিবালয়ের সভাকক্ষে জাপা চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে ১৮ সদস্যের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময়, ইভিএম ব্যবহারে সাধারণ মানুষ অভ্যস্ত নয় জানিয়ে ইসিকে এটি ব্যবহার না করার অনুরোধ জানায় এইচ এম এরশাদের নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোট।

পূর্ব নির্ধারিত সময়ানুযায়ী ৮ তারিখই তফসিল ঘোষণা, নির্বাচনে সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে রাখা, নির্বাচনে কালো টাকা ও

অবৈধ অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণ, সংবিধান অনুসারে নির্বাচনসহ আটটি বিষয়ে তুলে ধরেন দলটির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।

সংবাদ সম্মেলন শেষে এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, এইচ এম এরশাদের ইসির সাথে এ আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং

ইসি আমাদের সাথে একমত পোষণ করেছেন।

বাংলাটিভি/এসএম/এবি||প্রিন্স,বাংলাটিভি||

আরো পড়ুনঃ গণভবনে প্রধানমন্ত্রীর সাথে জাতীয় পার্টির সংলাপ শুরু

সংশ্লিষ্ট খবর

Back to top button