fbpx
জাতীয় পার্টিরাজনীতি

জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দেয়ার সক্ষমতা অর্জন করেছে -এরশাদ

আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দেয়ার সক্ষমতা অর্জন করেছে বলে জানিয়েছে দলের চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইস্টিটিউশনে দলের যৌথ সভায় তিনি একথা বলেন।

দেশের জনগণ পরিবর্তন চায় দাবি করে এরশাদ বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন হয়।

জনগণের ভাগ্য পরিবর্তনে জাতীয় পার্টির বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি।

আগামী নির্বাচনে জয়ের মধ্যদিয়ে ক্ষমতায় আসার আশা প্রকাশ করেন এরশাদ।

জাপা চেয়ারম্যান বলেন,‘জাতীয় পার্টি নির্বাচনের জন্য প্রস্তুত।

এবারে নির্বাচনী প্রচারণার স্লোগান পল্লী বন্ধুর হাত ধরে দেশ শাসনে আরেকবার।

এ স্লোগানের মধ্য দিয়ে আমার নির্বাচনী প্রচারণা চলবে। নির্বাচনী প্রচারণায় জাতীয় পার্টির নয় বছরের শাসনামলের কর্মকাণ্ড তুলে ধরা হবে।’

আরো পড়ুন: নির্বাচন বানচালের ষড়যন্ত্র কারীরা ব্যর্থ- এরশাদ

সংশ্লিষ্ট খবর

Back to top button