fbpx
আওয়ামী লীগরাজনীতি

৩০ ডিসেম্বর মুক্তিযুদ্ধের পক্ষের বিজয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন,দীর্ঘদিন পর দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। তারা আওয়ামী লীগকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। ৩০ ডিসেম্বরের বিজয় শুধু আওয়ামী লীগের নয় বরং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিজয়। সেই সাথে নির্বাচনে সব দল অংশ নেওয়ায় দল গুলোকে ধন্যবাদ জানান।রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার বিকেলে বিজয় সমাবেশে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এ কথা বলেন ।

এ সময় জনগণের স্বার্থে দলমত নির্বিশেষে সব এলাকায় সমান ভাবে উন্নয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর।
প্রধানমন্ত্রী মঞ্চে উঠার সঙ্গে সঙ্গে ‘জয় বাংলা’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান।
এর আগে বেলা আড়াইটার দিকে সমাবেশ শুরু হয়। শুরুতেই পবিত্র কোরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠ করা হয়। মঞ্চ তৈরি করা হয়েছে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকার আদলে। উৎসবে যোগ দিতেই সোহরাওয়ার্দী উদ্যানের দিকে সকাল থেকেই ছিল জনস্রোত। সকাল থেকেই সভাস্থলে আসা কর্মী-সমর্থকদের অনেকের গায়ে ছিল লাল-সবুজ টি-শার্ট। সবুজ, হলুদ আর লাল টুপি মাথায়। অনেকের হাতে আছে লাল-সবুজের জাতীয় পতাকা।
বাংলাটিভি/পাইক

সংশ্লিষ্ট খবর

Back to top button