fbpx
অন্যান্যবাংলাদেশ

অষ্টম শ্রেণি পর্যন্ত একটি পরীক্ষার পক্ষে মন্ত্রণালয়

DPE

পিইসি-জেএসসির বদলে শিক্ষার্থীদের অষ্টম শ্রেণি পর্যন্ত একটি পরীক্ষা নেয়ার পক্ষে মন্ত্রণালয়। বিষয়টি জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।

রোববার রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা কেন্দ্র প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিইসি) পরীক্ষা

পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন। আজ থেকে সারাদেশে শুরু  হয়েছে প্রাথমিক ও সমমান পরীক্ষা। এই দুই পরীক্ষায়  প্রায় ৩০ (৩০

লাখ ৯৫ হাজার ১২৩ জন) লাখ ক্ষুদে শিক্ষার্থী অংশ নিয়েছে। আগামী ২৬ নভেম্বর পর্যন্ত সকাল সাড়ে ১০ থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে

পরীক্ষা। এবারের পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) বাদ দেওয়া হয়েছে। ছয়টি বিষয়ের প্রতিটিতে ১০০ নম্বর করে মোট ৬০০ নম্বরের

পরীক্ষা হবে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক ও

গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এ তথ্য জানান। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মোট পরীক্ষার্থীর মধ্যে

২৭ লাখ ৭৭ হাজার ২৭০ জন প্রাথমিকের এবং ৩ লাখ ১৭ হাজার ৮৫৩ জন ইবতেদায়ি শিক্ষা সমাপনীর। এ বছর ৭ হাজার ৪১০টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। এর মধ্যে ১২টি কেন্দ্র বিদেশে অবস্থিত।

বাংলাটিভি/এসএম/এবি

সংশ্লিষ্ট খবর

Back to top button