fbpx
দুর্ঘটনাবাংলাদেশ

আইয়ুব বাচ্চুর জানাজা সম্পন্ন

||বাংলা টিভি অনলাইন||

কিংবদন্তী শিল্পী আইয়ুব বাচ্চুর প্রথম জানাজার নামাজ সম্পূর্ন হয়। জাতীয় ঈদগাহ ময়দানে দুপুর ২টা ১০ মিনিটে লক্ষ বক্তের উপস্থিতে জানাজা শেষ হয়।

এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধার জন্য তার মরদেহ সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত রাখা হয়। সেখানে প্রিয় শিল্পীকে শেষ শ্রদ্ধা জানান লাখো ভক্ত। এর পর তার মরদেহ জাতীয় ঈদগাহ মাঠে আনা হয়।

প্রথম জানাজা শেষে আইয়ুব বাচ্চুর মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে মগবাজারে তার নিজের স্টুডিও এবি কিচেনে। পরে আইয়ুব বাচ্চুর দ্বিতীয় জানাজা হবে চ্যানেল আই প্রাঙ্গণে। দ্বিতীয় জানাজা শেষে এই শিল্পীর মরদেহ ফের হিমঘরে রাখা হবে।

অস্ট্রেলিয়া ও কানাডা থেকে আইয়ুব বাচ্চুর মেয়ে ফাইরুজ সাফরা আইয়ুব এবং  ছেলে আহনাফ তাজোয়ার আইয়ুব দেশে ফিরলে শনিবার চট্টগ্রামে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন আইয়ুব বাচ্চু।

বাংলাটিভি/এসএম/এবি

সংশ্লিষ্ট খবর

Back to top button