fbpx
অন্যান্যবাংলাদেশ

আজ দোল উৎসব

আজ সনাতন ধর্মাবলম্বীদের দোল উৎসব । সকালে বাসন্তি পূজার মাধ্যমে শুরু হয়েছে এই দোল উৎসব। ফাল্গুনী পূর্ণিমার শুভ তিথিতে সকালে ঢাকেশ্বরী মন্দিরে ফুল ও বিভিন্ন রংয়ের আবির দিয়ে আহ্বান করা হয় শ্রী কৃষ্ণকে ।

ফাল্গুনী পূর্ণিমা বা দোলপূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীদের সাথে রং খেলায় মেতেছিলেন সনাতন ধর্মাবলম্বীরা। এই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি।

আবার এ পূর্ণিমা তিথিতে চৈতন্যদেবের জন্ম হয়েছিলো বলে,একে গৌরপূর্ণিমাও বলা হয় ।

শ্রী কৃষ্ণকে ফুল ও আবির দিয়ে আহ্বান করার পরে, যজ্ঞ শেষে শুরু হয় নাম কীর্তন। এরপর কৃষ্ণ ভক্তরা আবির দিয়ে একে অপরকে রং দিয়ে রাঙিয়ে তোলে।

পুরাণ অনুযায়ী সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, রং আর আবিরেরর মাধ্যমে ছড়িয়ে যাবে সবার কাছে শান্তির বার্তা।

 

বাংলাটিভি/ফাতেমা

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

Back to top button