fbpx
অন্যান্যদেশবাংলাপ্রধানমন্ত্রীবাংলাদেশ

ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা করতে এবং সেখানে ত্রাণ কার্যক্রম পরিচালনা চালিয়ে যেতে লন্ডন থেকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে একথা জানানো হয়।

ঘূর্ণিঝড়ে নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এসময়, প্রশাসনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকার মানুষকে সহায়তা করতে দলের নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর সদস্যরাও ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করছেন।

এতে ক্ষয়ক্ষতি নিরূপণে বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল হেলিকপ্টারে কোরে উপকূলীয় এলাকায় জরিপ কাজ চালাচ্ছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এছাড়া, সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখ্য সচিব মো. নজিবুর রহমান ঘূর্ণিঝড় ফণীর আঘাত-পরবর্তী করণীয় বিষয়ে কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

বাংলাটিভি/ফাতেমা

সংশ্লিষ্ট খবর

Back to top button