fbpx
অন্যান্যদেশবাংলাবাংলাদেশ

জাতীয় কবির ১২০তম জন্মবার্ষিকী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্মবার্ষিকী। এই উপলক্ষ্যে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে নজরুলের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১জ্যৈষ্ঠ ভারতের পশ্চিম বঙ্গের বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। কবি নজরুল প্রেম, সাম্য ও বিদ্রোহের বাণী উচ্চারণ করেছেন আজীবন।

জাতীয় পর্যায়ে কবির জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচি নিয়েছে সরকার।

এ বছর জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠান হবে নজরুল স্মৃতি বিজড়িত ময়মনসিংহে। জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, নজরুল-চেতনায় বঙ্গবন্ধুর বাংলাদেশ।

এছাড়াও কবির স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশাল, কুমিল্লার দৌলতপুর, মানিকগঞ্জের তেওতা, চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গা এবং চট্টগ্রামে স্থানীয় প্রশাসনের ব্যবস্থাপনায় যথাযোগ্য মর্যাদায় জন্মবার্ষিকী উদযাপন করা হবে।

বাংলাটিভি/ফাতেমা

সংশ্লিষ্ট খবর

Back to top button