fbpx
আইন-বিচারবাংলাদেশ

তত্ত্বাবধায়কের আমলে ব্যবসায়ীদের টাকা ফেরতের আদেশ স্থগিত

ব্যবসায়ীদের টাকা ফেরতের আদেশ, সেনা-সমর্থিত(২০০৭-০৮) তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে নেওয়া টাকা ফেরত দিতে আপিল বিভাগের রায়ের পুনর্বিবেচনা (রিভিউ) করতে আবেদন শুনানির জন্য গ্রহণ করা হয়েছে।

পাশাপাশি রিভিউ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত টাকা ফেরত দেওয়ার আদেশ স্থগিত থাকবে বলে জানিয়েছে আপিল বিভাগ।

মঙ্গলবার আপিল বিভাগের আদেশের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের রিভিউ আবেদন গ্রহণ করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের

নেতৃত্বে সাত বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম আমীর উল ইসলাম।

ব্যবসায়ীদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিমও খায়রুল আলম চৌধুরী।

রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে গত বছরের ১৬ মার্চ বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে নেওয়া টাকা বাংলাদেশ ব্যাংককে ফেরত দিতে নির্দেশ দেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

পরে এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করে বাংলাদেশ ব্যাংক।

বাংলাটিভি/এসএম/এবি

সংশ্লিষ্ট খবর

Back to top button