fbpx
দুর্ঘটনা

রাজধানীর পোস্তগোলা সেতুতে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর উপর বাসের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন দক্ষিণ কেরানীগঞ্জের মুসলিম নগরের জয়নাল আবেদিনের ছেলে সিএনজি যাত্রী মো. বাচ্চু মিয়া (৫৫), বাচ্চু মিয়ার ছেলে জুবায়ের (২৬) এবং শরীয়তপুরের সখিপুরের ছেনু মিয়ার ছেলে সৈয়দ আহমেদ (২৮)।

নিহত জুবায়েরের চাচা লিটন মিয়া জানান, জুবায়েরকে তার মাজায় ব্যথার চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হচ্ছিল। পিকুরিয়া থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে পোস্তগোলা আসার পথে একটি বাসের সঙ্গে ধাক্কা লাগলে তারা মারাত্মক আহত হয়।

অপর নিহত সৈয়দ আহমেদের ছোট ভাই হুমায়ুন আহমেদ জানান, ভুলতা থেকে কাজ শেষ করে ঢাকায় আসার পথে এ দুর্ঘটনা ঘটলে স্থানীয়রা ও শ্যামপুর থানার পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে।

শ্যামপুর থানার এসআই মো. হাফিজুর রহমান জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষ ঘটলে খবর পেয়ে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

নিহত ৩ জনের মরদেহ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button