fbpx
আইন-বিচারবাংলাদেশ

মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগে এএসআইর বিরুদ্ধে

।। মেহেদী বাবু ।।
মাদকের মিথ্যা মামলা দিয়ে এক শিক্ষিকার পরিবারকে ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভুগি। অভিযুক্ত পুলিশ সদস্য হলেন বাগাতিপাড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই )গোলাম রব্বানী। শনিবার নাটোরের বাগাতিপাড়ায় স্থানিয় একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলনে এ অভিযোগ জানান ভুক্তভুগি শিক্ষিকা মুন্নি পারভীন।

সংবাদ সম্মেলনে বাগাতিপাড়া উপজেলার চন্দ্র খৈইড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মুন্নী পারভীন জানান, গত ১৭ ডিসেম্বর সকালে তিনি বেলা ২টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বাগাতিপাড়া ডিগ্রি কলেজে পোলিং অফিসার হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করেন। পরে সন্ধ্যার পরে তার বাবা মোজাম্মেল ফকিরের বাড়ি হাট গোবিন্দপুরে যান। সেখানে পৌঁছানোর কিছুক্ষণ পরে বাগাতিপাড়া থানার সহকারী উপ-পরিদর্শক গোলাম রব্বানীর নেতৃত্বে পুলিশ তার বাবার বাড়িতে তল্লাশী চালায়। কিন্তু বাড়িতে কিছু না পেয়ে বাড়ির বাহিরে থেকে একটি বস্তা এনে তাতে গাঁজা আছে বলে বাড়ির লোকজনকে খুঁজতে থাকে। বাড়িতে বাবা ও ভাইকে না পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এর প্রতিবাদ করলে সহকারী উপ-পরিদর্শক গোলাম রব্বানী তার ওপর ক্ষিপ্ত হয়ে তাকে, তার স্বামী ও তার মাকে থানায় নিয়ে যায়। পরে তাদের সামনে দুইটি গাঁজার প্যাকেট দিয়ে ছবি তুলে মিডিয়ায় মিথ্যা তথ্য দেয়।
পরে তাকে,তার স্বামী আমির হোসেন ও বাবাকে অভিযুক্ত করে ১৮ ডিসেম্বর তাদের আদালতে চালান দেয়। সেখান থেকে তারা জামিনে মুক্তি পান।
মুন্নী পারভীন আরো অভিযোগ করেন এর আগে তার ব্যক্তিগত কারনে নিরাপত্তা চেয়ে বাগাতিপাড়া থানায় একটি সাধারণ ডায়েরী করলে এই সহকারী উপ-পরিদর্শক গোলাম রব্বানী তাকে চাপ দিয়ে তা প্রত্যাহার করিয়ে নেন।

এই মিথ্যা মামলা ও তার প্রেক্ষিতে করা সংবাদে তার সামাজিক মর্যাদা ক্ষুন্ন হয়েছে। তিনি বিষয়টি তদন্ত করে প্রকৃত তথ্য উদ্ঘাটন ও সহকারী উপ-পরিদর্শক গোলাম রব্বানীর বিচার দাবী করেন।
উল্লেখ্য,অভিযুক্ত কাউকে ছবি তুলে মডিয়ার সামনে হাজির করা থেকে বিরত থাকতে উচ্চ আদালতের সুনিদৃষ্ট নিষেধাজ্ঞা রয়েছে।

এ ব্যাপারে সহকারী উপ-পরিদর্শক গোলাম রব্বানীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, অভিযানে তিনি ছিলেন এটা ঠিক। কিন্তু এ মামলার আইও তিনি নন। তাছাড়া শিক্ষিকা মুন্নী পারভীনের সাথে তার কোন বিরোধও নেই বলেও দাবি করেন তিনি।
বাংলাটিভি/পাইক

সংশ্লিষ্ট খবর

Back to top button