fbpx
অন্যান্যবাংলাদেশ

রাজারবাগে শহীদ পুলিশ স্মৃতি স্তম্ভে স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা

আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের প্রথম বুলেটটি ছুঁড়ে মেরেছিলো রাজারবাগের সাহসী বীর পুলিশ সদ্যরা। প্রতিরোধে শহীদ হন অনেক পুলিশ সদস্য। তাদের সম্মানে রাজারবাগে নির্মিত হয়েছে স্মৃতিস্তম্ভ।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে  সকাল সাতটা ত্রিশ মিনিটে  রাজারবাগের  শহীদদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন

পরে  শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন  বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম।

এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন  কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এবং বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক এর পক্ষ থেকে  জ্ঞাপন করেন অতিরিক্ত আইজিপি রৌশন আরা বেগম।

এর আগে ডিএমপি’র একদল চৌকস পুলিশ সদস্য মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে, সশস্ত্র সালামী প্রদান করা হয়। সেই সাথে বেঁজে উঠে বিউগলের করুন সূর।

বাংলাটিভি/ফাতেমা

সংশ্লিষ্ট খবর

Back to top button