fbpx
অন্যান্যজনদুর্ভোগবাংলাদেশ

সাভার শ্রমিক-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র, নিহত ১

ঢাকার সাভারে পোশাক শ্রমিক ও পুলিশের সংঘর্ষ চলাকালে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। নিহতের নাম সুমন (২২)। তিনি আল লিমা গার্মেন্টসের কর্মী ছিলেন। মঙ্গলবার (৮ জানুয়ারি) উলাইল এলাকায় গুলিতে আহত হয়ে হাসপাতালে মারা যান তিনি। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক ডা. আমজাদ উল হক।

তিনি জানান, গুলিতে মারাত্মক আহত তিনজনসহ ১৫ জনকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে মারা যান সুমন।

জানা যায়, এদিন বিকেল সাড়ে তিনটার দিকে উলাইলে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে স্ট্যান্ডার্ড গ্রুপের শ্রমিকরা। ওই সময় অফিস শেষে বাড়ি ফিরছিলেন আল লিমার কর্মীরা। সেসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও গুলি ছোঁড়ে পুলিশ।

উল্লেখ্য, সোমবার (৭ ডিসেম্বর) থেকে হেমায়েতপুর এলাকার স্ট্যান্ডার্ড গ্রুপের সামস, টিসিএল-২সহ কয়েকটি কারখানায় শ্রমিক অসন্তোষ চলছে।
বাংলানিউজ/পাইক

সংশ্লিষ্ট খবর

Back to top button