fbpx
বাংলাদেশ

স্বাধীনতার ৪৭ বছর পরও, দেশ কাঙ্ক্ষিত উন্নয়ন লক্ষ্যে পৌঁছাতে পারেনি

|| দিবাকর বিশ্বাস ||

রাজনৈতিক রেষারেষির কারণে স্বাধীনতার ৪৭ বছর পরও, দেশ কাঙ্ক্ষিত উন্নয়ন লক্ষ্যে পৌঁছাতে  পারেনি।  সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানাতে এসে এসব কথা বলেন বিশিষ্টজনরা।  এ সময়, দেশের উন্নয়নে মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে এক হয়ে কাজ করারও তাগিদ দেন তারা।

মহান বিজয় দিবসে সাভারে জাতীয়  স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল নামে। ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ।  এ সময়  ফুলে ফুলে ভরে যায় স্মৃতিসৌধ।

তবে শোষণ-বৈষম্যহীন যে বাংলাদেশের লক্ষ্যে মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে যুদ্ধ করেছেন, স্বাধীনতার ৪৭ বছর পরও তা অর্জিত হয়নি বলে মন্তব্য করেন অনেকে।  এ জন্য, দেশের সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতিকেই দুষছেন তারা।

কেউ কেউ মনে করেন সংগ্রাম এখনো শেষ হয়ে যায়নি। স্বাধীনতা রক্ষার জন্য অপশক্তির বিরুদ্ধে লড়াই করে যেতে হবে আজীবন।  তবে, বিভেদ ভুলে মুক্তিযুদ্ধের চেতনায় সবাই দেশের উন্নয়নে কাজ করলে, দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে বলেও আশা ব্যক্ত করেন তারা।

মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশের মানুষ সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এগিয়ে যাবে- বিজয় দিবসে  এমনটাই সবার প্রত্যশা।

বাংলাটিভি/মাসুদ সুমন 

সংশ্লিষ্ট খবর

Back to top button