সুনামগঞ্জের জগন্নাথপুরে সড়কের পাশ থেকে সরকারি গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার বিরুদ্ধে।
সিলেট বিভাগীয় শহরের সঙ্গে জগন্নাথপুর উপজেলাবাসীর যোগাযোগের প্রধান সড়ক স্থানীয় সরকার (এলজিইডি) আওতাধীন জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর সড়কের জগন্নাথপুরের অংশের বাউরকাপন,শাসননবি ও রতিয়ারপাড়া এলাকায় সড়কের পাশ থেকে সরকারি সাতটি রেন্টি গাছ করাত দিয়ে কর্তন করে গাছগুলি কেটে নেয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিন আগে স্থানীয় মীরপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক একই ইউনিয়নের রতিয়ারপাড়া এলাকার বাসিন্দা সাজ্জাদ খাঁ তার লোকজন দিয়ে সড়কের পাশ থেকে সরকারি সাতটি গাছ কেটে নিয়ে গেছেন। সরকার দলের নেতা হওয়ায় এলাকার কেউ বাঁধা প্রদান করেননি। গাছগুলি আনুমানিক মূল্য তিন লাখ টাকা হতে পারে।
এবিষয়ে অভিযুক্ত যুবলীগ নেতা সাজ্জাদ খাঁ’র সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, আমার প্রতিপক্ষের লোকজন আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি কোনো গাছ কাটেননি বলে জানিয়েছেন।
স্থানীয়রা আরও বলেন,ঈদের আগে যুবলীগ নেতা সাজাদ খাঁ সরকারি সাতটি বড় সাইজের রেন্টিগাছ কেটে নিয়ে গেছেন। আমরা সাজাদ খাঁকে জিজ্ঞাস করলাম গাঁছ কেন কাটছেন, এসময় তিনি জানান, ইউএনও ও এসিল্যান্ডের নির্দেশে গাছগুলি কাটছেন। তারপর আমরা আর কোন কথা বলিনি।
এ প্রসঙ্গে জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার বলেন, গাছ কাটার বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখবো। যারা অবৈধভাবে সরকারী গাছ কাটছেন, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে ।
তবে প্রভাবশালীদের হাত থেকে গাছ বাঁচতে প্রশাসনের সহয়তা চেয়েছেন এবং আগামীতে সরকারী গাছ কাটা বন্ধে প্রশাসন কঠোর হবে এমন প্রত্যাশা স্থানীয়দের।