fbpx
ক্রিকেটখেলাধুলা

কাল আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে কাল আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রত্যাশা পূরণ হয়নি ২০১৯ বিশ্বকাপে। বাজে কেটেছে শ্রীলঙ্কা সফরও। এবার ঘরের মাঠে হতাশা ঘোচাতে চায় বাংলাদেশ। তবে পুরো ম্যাচের মূল আকর্ষণীয় বিষয় স্পিন নৈপুন্য। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধূরী স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সকাল দশটায়।

বাংলাদেশ ও আফগানিস্তান দুই দলই স্পিন আক্রমণে সমৃদ্ধ। স্বাগতিক দলে যেমন সাকিব, মিরাজ, তাইজুল ও নাঈম হাসানের মত স্পিনার রয়েছেন, আফগানিস্তানেরও তেমনি রয়েছেন রশিদ খান, জহির খান ও মোহাম্মদ নবী। বলা যায়, চট্টগ্রাম টেস্টের সবচে আকর্ষণীয় দিকটাই হবে স্পিনের বিপক্ষে স্পিন।

প্রতিপক্ষ বিশ্বের সেরা স্পিন-নির্ভর হওয়ায়, জয়ের বিষয়টাকে একটু ভিন্নভাবেই দেখছেন অধিনায়ক সাকিব।  আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের আগে, সংবাদ সম্মেলনে স্বাগতিক দলের অধিনায়ক সাকিব আল হাসান জানান, আফগান স্পিন জুজু কাটাতে হলে, শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে হবে ব্যাটসম্যানদের। অস্থিরতা কাটাতে এখন জয়ের প্রয়োজন।

টেস্ট ক্রিকেটে নবীনতম দল আফগানিস্তান। অন্যদিকে, টাইগারদের রয়েছে অভিজ্ঞতা। এটাকে কাজে লাগিয়ে তাদের বিপক্ষে প্রভাব বিস্তার করে জেতার প্রত্যাশায় টিম টাইগারস।

অন্যদিকে দুই দলের টেস্ট ম্যাচ খেলার সময়ের ব্যবধান দেড় যুগেরও বেশি। বাংলাদেশ খেলেছে ১১৪টি আর আফগানরা মাত্র দুটি। সংখ্যাই বলে দেয় পার্থক্য কতোটা। তবে প্রথম ৩৪টি ম্যাচ খেলে যেখানে বাংলাদেশ একটিতেও জয় পায়নি, সেখানে রশিদ খানরা, দুইটি ম্যাচ খেলে জয়ের স্বাদ পেয়েছেন একটিতে।

সফরকারীদের কোচ, অ্যান্ডি মোলস বেশ স্পষ্ট করেই জানালেন, প্রতিপক্ষকে সমীহ করলেও, কোনো ভয় তারা পাচ্ছে না।

বাংলাটিভি/ সৌরভ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button