fbpx
দেশবাংলা

মিয়ানমারের ৪ সীমান্ত রক্ষীকে ফেরত দিয়েছে বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে অস্ত্রসহ আটক মিয়ানমারের সীমান্ত রক্ষা বাহিনীর ৪ সদস্যকে ফেরত দিয়েছে বাংলাদেশ। বান্দরবান নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের মিয়ানমারের কাছে হস্তান্তর করা হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ান অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ এবং মিয়ানমারের পক্ষে নেতৃত্ব দেন,কর্ণেল কে ওয়িং হ্লায়ং। প্রসঙ্গত,গত ২৫ অগাস্ট টেকনাফ নাফ নদীর তীরে অভিযান চালিয়ে এদের আটক করে বিজিবি।

আটককৃতরা হলেন,মিয়ানমার রাখাইন রাজ্যের ব্যাটালিয়ানের মেগচিং ক্যাম্পের ক্যাপ্টেন লি উইন কো ম্যায়েং ,সার্জেন্ট ইয়ানাং তুন,সার্জেন্ট প্যায়াং গি ও সিপাহী ক্য ক্য।

সংশ্লিষ্ট খবর

Back to top button