fbpx
ক্রিকেটখেলাধুলা

বাংলাদেশ দলে বিশাল পরিবর্তন, তিন নতুন মুখ

মোহাম্মদ হাসিব : ত্রিদেশীয় টি- টোয়েন্টি সিরিজের মাঝপথে বাংলাদেশ দলের বিশাল পরিবর্তন করলো বিসিবি। স্বাগতিকদের তৃতীয় ও চতুর্থ ম্যাচের জন্য ঘোষিত ১৫ সদস্যের নতুন দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার, মেহেদী হাসান, ইয়াসিন আরাফাত এবং আবু হায়দার রনি।

সোমবার সকালে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৫ জনের নতুন দল ঘোষণা করে। এর মধ্যে বড় চমক সৌম্যর বাদ পড়া। বিশ্বকাপ থেকে রানের মধ্যে নেই বামহাতি এ ওপেনার। টেস্ট ও ওয়ানডেতে অনিয়মিত হলেও টি-টোয়েন্টি দলে মোটামুটি নিয়মিতই ছিলেন সৌম্য। এবার বাদ পড়লেন তিনও।

আগের ১৪ সদস্যের দল থেকে চার ক্রিকেটারের বদলে শেষ দুটি ম্যাচে নতুন করে সুযোগ পেয়েছেন পাঁচ জন। দলে ফিরেছেন পেসার শফিউল ইসলাম এবং রুবেল হোসেন। তিন নতুন মুখ, নাঈম শেখ ও আমিনুল ইসলাম এখনো টি-টোয়েন্টিতে অভিষেক হয়নি। আর নাজমুল হোসেন শান্ত টেস্ট আর ওয়ানডে খেললেও টি-টোয়েন্টি খেলা হয়নি।

বাংলাটিভি/ এসনূর

সংশ্লিষ্ট খবর

Back to top button