fbpx
আওয়ামী লীগরাজনীতি

‘নির্ধারিত সময়েই উন্নয়নের লক্ষ্য মাত্রা অর্জনে সক্ষম হবে বাংলাদেশ’

আরমান কায়সার : রোহিঙ্গা সংকট ও জলবায়ু সমস্যা সত্বেও বাংলাদেশ নির্ধারিত সময়ে টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা অর্জন করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র মন্ত্রী এ কে এম আব্দুল মোমেন। তবে এ জন্য রাজনৈতিক সদিচ্ছা ও সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি বলেও মনে করেন তিনি।

এসডিজি এন্ড বাংলাদেশ শীর্ষক সম্মেলনে টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা অর্জনে জাতিসংঘ এবং বাংলাদেশের অংশিদারিত্ব বিষয়ে আলোচনা করা হয়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ আলোচনায় যোগ দিয়ে এসব কথা বলেন, পররাষ্ট্র মন্ত্রী এ কে এম আব্দুল মোমেন।

এসময় পররাষ্ট্র মন্ত্রী বলেন, সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জাতীয় উন্নয়ন পরিকল্পনায় এস ডি জি কে অন্তর্ভুক্ত করেছে।

পররাষ্ট্র প্রতি মন্ত্রী শাহরিয়ার আলম জানান, ২০৩০ সালের মধ্যে এস ডি জি বাস্তবায়নে সকল মন্ত্রণালয় ও বিভাগ তাদের করমপরিকল্পনা চুড়ান্ত করছে।

এছাড়াও সম্মেলনে বাংলাদেশের সামাজিক সুরক্ষা ও আইনের শাসনসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button