
মাসুদ রানা : বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার বিচারের দাবীতে সারাদেশে মানববন্ধন করেছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সামাজিক সংগঠন। এসময় বক্তারা, আবরার ফাহাদ হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবী জানান। এছাড়াও শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ তৈরী এবং দোষীদের দ্রুত বিচারের দাবী জানান তারা।
বুধবার সকালে বগুড়া শহরের সাতমাথায় বাংলাদেশ প্রগতিশীল ছাত্রজোট বগুড়া জেলা শাখা মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সভাপতি নাদিম মাহমুদ, ছাত্রফ্রন্টনেতা শাকিব খান, ছাত্র ইউনিয়ন নেতা সাগর পারভেজ, ছাত্র ইউনিয়ন আজিজুল হক কলেজ শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ অন্যান্যরা অংশ নেন।
আবরার হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ঝিনাইদহে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
একই দাবিতে মাদারীপুরে মানববন্ধন করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের কর্মীরা। এ সময় বক্তারা দ্রুত আবরার ফাহাদ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। নেত্রকোণায় শহরের মোক্তারপাড়া জেলা পাবলিক হলের সামনে সড়কে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছে জেলা সাধারন ছাত্র সমাজ।
আবরার হত্যার প্রতিবাদে বাংলাদেশ জাসদ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার উদ্দ্যোগে পৌরসভার সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন, জাসদের জেলা সভাপতি নইমুল হক চৌধুরী টুটুল, সাধারন সম্পাদক এডভোকেট আবুল কালামসহ অন্যরা।
আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে রাজবাড়ীসহ সারাদেশে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।