
নিজের শততম ম্যাচটি স্মরণীয় করে রাখতে পারলেন না নেইমার। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এগিয়ে থেকেও সেনেগালের সঙ্গে ১-১ গোলে ড্র করে ব্রাজিল।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল মুখোমুখি হয় সেনেগালের। নেইমারের শততম ম্যাচে নবম মিনিটেই লিড নেয় সেলেসাওরা। লিভেরপুল তারকা রবার্তো ফিরমিনোর গোলে এগিয়ে যায় তিতের শিষ্যরা। বিরতির আগেই সমতায় ফেরে সেনেগাল।
প্রথমার্ধের ইনজুরি সময়ে পেনাল্টি থেকে গোল করেন দিয়ে হিয়ু। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ। বিরতির পরও আর কেউ গোল গোল করতে না পারায় ম্যাচ ড্র হয়।
মোহাম্মদ হাসিব/ বাংলাটিভি