আওয়ামী লীগরাজনীতি
‘বিএনপি নাশকতা করলে দলীয়ভাবে তা প্রতিহত করা হবে’

আন্দোলনের নামে বিএনপি নাশকতা করলে দলীয়ভাবে তা প্রতিহত করার হুঁশিয়ারি দিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বাধীনতা পরিষদের ব্যানারে, কুচক্রী মহলের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে যোগ দিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।
এসময় মন্ত্রী বলেন, আবরার হত্যা নিয়ে একটি মহল অপরাজনীতির চেষ্টা করছে। এ সময়, দেশ ও জনগণের স্বার্থে সংশ্লিষ্টদের এ অপরাজনীতি থেকে বেরিয়ে আসার পরামর্শও দেন আওয়ামী লীগের মুখপাত্র ড. হাছান মাহমুদ।