দেশবাংলা
চট্টগ্রামে দক্ষিণ জেলা বিএনপির সংবাদ সম্মেলন

ত্যাগী নেতাদের নিয়ে বিএনিপর চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটি গঠন করা হয়েছে। রাজনৈতিক সংগঠন হিসেবে ১৩ বছর ধরে বিএনপি সীমাহীন প্রতিকূলতার মধ্য দিয়েও এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান।
শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেনন। এসময় তিনি আগামী ৯০ দিনের মধ্যে দক্ষিণ জেলা বিএনপির কার্যনির্বাহী গঠন করার ঘোষণা ও দেন।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, সহ অন্যরা।