fbpx
আওয়ামী লীগরাজনীতি

‘বুয়েট শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান’

আবরার হত্যাকাণ্ডের প্রতিবাদে বুয়েট শিক্ষার্থীদের আন্দোলন না করে ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

এ সময় তিনি বলেন, আবরার হত্যাকাণ্ড নিয়ে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের সদস্যদের জড়িত থাকার ঘটনায় সরকার বিব্রত। এছাড়া বিএনপি আবরার হত্যাকাণ্ডকে আন্দোলনের ইস্যু বানানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

এছাড়া, যেসব কাউন্সিলরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে, তারা আগামীতে মনোনয়ন পাবেন না বলে জানান ওবায়দুল কাদের।

এরআগে, রোববার ছাত্রদের কিছু দাবি নীতিগতভাবে মেনে নিয়েছি আর বাকিগুলো আদায়ে চেষ্টা করা হবে উপাচার্য বলে জানান, বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম। তিনি আরও বলেন, সব দাবি বাস্তবায়নের ক্ষমতা উপাচার্যের নেই, কিছু সরকারের ওপর নির্ভর করে বলে মন্তব্য করেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button