fbpx
অপরাধবাংলাদেশ

‘বালিশ কান্ডে মন্ত্রণালয়ও দায় এড়াতে পারে না’

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের বালিশ কান্ডের মত ঘটনার দায় যেমন প্রকৌশলীরা এড়াতে পারে না তেমনি মন্ত্রণালয়ও এর দায় এড়াতে পারে না বলে মনে করেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) প্রেসিডেন্ট এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর।

শনিবার সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর পুরকৌশল বিভাগের উদ্যোগে আইইবির কাউন্সিল হলে ‘সরকারি ক্রয় প্রক্রিয়ার বর্তমান অবস্থা : বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক গোলটেবিল বৈঠক প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বালিশ কান্ডের দায় শুধু প্রকৌশলীদের একার নয়, এই দায়ভার মন্ত্রণালয়েরও রয়েছে। বালিশ কান্ড ঘটার পর সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) তাদের বক্তব্য জনগণের সামনে তুলে ধরেনি। তারা এই বিষয়টি জনগণের সামনে পরিস্কার করেনি।

তবে এই বালিশ কান্ডের মত যেন আর কোন ঘটনা ভবিষ্যৎতে না ঘটে সেই দিকে প্রকৌশলীদের সাথে মন্ত্রণালয়েরও কড়া নজর রাখতে হবে। এই সব ঘটনার জন্য যেন সরকারের কোন ভাবমূর্তি ক্ষুণ না হয় সেই দিকে লক্ষ রাখতে হবে।

প্রকৌশলী মো. আবদুস সবুর আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ দূর্বার গতিতে এগিয়ে চলেছে। দেশের অনেক উন্নয়ন করছেন। তবে প্রকৌশলীদের আরও বেশি দক্ষতা প্রয়োজন। প্রকৌশলীরা যত বেশি দক্ষ হবে দেশের উন্নয়নের তারা তত বেশি ভূমিকা রাখতে পারবে। তাই প্রকৌশলীদের দক্ষতার কোনো বিকল্প নেই।

নির্দিষ্ট সময়ের মধ্যে দেশের উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করার জন্য প্রকৌশলীদের তাগিদ দিয়ে প্রকৌশলী মো. আবদুস সবুর বলেন, অনেক সময় দেখে যায় প্রকল্পের কাজ শেষ করতে অনেক সময় বেশি লাগে। যার ফলে বাজেট আরো বাড়াতে হয়। কিন্তু প্রকল্প গুলো যখন করা হয় তখন প্রকৌশলীরাই এই সময় বেধে দেন।

আমি প্রকৌশলীদের বলব প্রকল্পের জন্য যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময় দিবেন। তার চেয়ে কম বা বেশি সময় নেবেন না। তার পর মন্ত্রণালয় কি করবে সেটা তাদের বিষয়। আপনারা (প্রকৌশলীরা) আপনাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করবেন।

বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলো থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দেয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে আরো বেশি দক্ষ করে গড়ে তোলার পরামর্শ দিয়ে আইইবির প্রেসিডেন্ট বলেন, সামনে আইইবির ওয়াসিনটন একর্ড পেতে হবে। ওয়াসিনটন একর্ড পেলে আইইবির সদস্য প্রকৌশলীরা আন্তর্জাতিক মর্যাদা পাবে। যার ফলে আগামী দিনে যারা আইইবির সদস্য পদ নিতে আসবেন তারা দক্ষ না হলে হবে না।

গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন আইইবির পুরকৌশল বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন আইইবির পুরকৌশল বিভাগের সম্পাদক প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিন।

এছাড়া চিপস, বাংলাদেশের চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল হুদা, এলজিইডির প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. জসিম উদ্দিন, বিশ্বব্যাংকের প্রকৌউরমেন্ট স্পেশালিস্ট প্রকৌশলী গোলাম ইয়াজদানী, এলজিইডির প্রকৌউরমেন্ট ইউনিটের নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার, সিনিয়র সহকারী প্রকৌশলী মো. শরিফুল ইসলাম, ন্যাশনাল ট্রেইনার প্রকৌশলী সোনিয়া নওরিনসহ অন্যান্য প্রকৌউরমেন্ট স্পেশালিস্টরা বক্তব্য রাখেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button