fbpx
বিশ্ববাংলা

লেবাননে বাংলাদেশিদের সর্তক থাকার পরামর্শ

লেবাননে হোয়াটস অ্যাপ ও ম্যাসেঞ্জারের কলরেট বৃদ্ধি ও সরকারের দুর্নীতির প্রতিবাদে রাজধানী বৈরুতের রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করছেন হাজার হাজার মানুষ। দেশটিতে উদ্ভুত এই পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের সর্তকভাবে চলাফেরার পরামর্শ দিয়েছে বাংলাদেশ দূতাবাস।

বাজেট অধিবেশন সামনে রেখে অর্থনৈতিক সংকট মোকাবেলার অজুহাতে নিত্যপ্রয়াজনীয় জিনিসপত্রের ওপর কর আরোপ করছে লেবানন সরকার। সবশেষ কর আরোপ করা হয়, হোয়াটঅ্যাপ, ম্যাসেঞ্জার কলের ওপর।

এরপরই গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বৈরুতসহ পুরো লেবাননে বিক্ষোভ শুরু হয়। ছাত্র-জনতাসহ হাজার হাজার বিক্ষোভকারী ময়লার ড্রাম রাস্তায় ফেলে ব্যারিকেড দেয়।

এ অবস্থায় দেশটিতে বসবাসরত বাংলাদেশিরাও রয়েছেন আতঙ্কে। এদিকে, দেশটির বর্তমান পরিস্থিতির ওপর নজর রেখে প্রবাসী বাংলাদেশিদের সর্তকভাবে চলাফেরার পরামর্শ দিয়েছে বাংলাদেশ দূতাবাস।

সংশ্লিষ্ট খবর

Back to top button