বিশ্ববাংলা
ইতালিতে বাংলাদেশিকে ১০ বছরের কারাদণ্ড

ইতালিতে দুর্নীতির দায়ে শফিক নামে এক বাংলাদেশিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।
জানা যায়, শফিক তার প্রতিষ্ঠানের কর্মীদের ঠিকমতো বেতন না দেয়ায়, এক বাংলাদেশি শ্রমিক ইতালি পুলিশের কাছে অভিযোগ করেন।
পরে, গত ৬ নভেম্বর অবৈধভাবে দেশে টাকা পাচার, ইতালি সরকারকে আয়কর ফাঁকি ও নিজের শ্রমিকদের ঠিকমতো বেতন পরিশোধ না করার অপরাধে গ্রেফতার করে, দেশটির পুলিশের বিশেষ শাখা ‘গুয়ারদা দি ফিনানজা।
তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ বছরের জেল দেয় ইতালির আদালত। বর্তমানে শফিক বন্দি জীবনযাপন করছেন।