fbpx
খেলাধুলাফুটবল

বৃহস্পতিবার ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ

২০২২ বিশ্বকাপ এবং ২০২৩ এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ের ই’গ্রুপের নিজেদের তৃতীয় ম্যাচে বৃহস্পতিবার ওমানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

বিশ্বফুটবল র‌্যাঙ্কিংয়ে প্রতিপক্ষরা অনেকটা এগিয়ে থাকলেও তাকে খুব একটা গুরুত্ব দিতে রাজি নয় সাদ-রানারা। পুরো ম্যাচে পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে প্রত্যাশিত ফলাফল আসবে, মনে করেন জাতীয় দলের ম্যানেজার সত্যজিৎ দাশ রূপু।

এদিকে, বিশ্বকাপের বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে র‌্যাঙ্কিং এর বিচারে  সবচেয়ে এগিয়ে কাতার, এরপরই ওমান। বাছাইপর্বে নিজেদের চতুর্থ ম্যাচে ওমানকে পেতে যাচ্ছে জামাল ভূঁইয়ারা।

দল-গতি কিংবা যোগ্যতার বিচারে বেশ এগিয়ে থাকা মধ্যপ্রাচ্যের এ দেশটিকে রুখে দেয়াই এখন মূল লক্ষ্য বাংলাদেশের।

টিম ম্যানেজার সত্যজিৎ দাস রূপু জানালেন, কৌশলে খুব একটা পরিবর্তন নাও আসতে দলের। কাতার আর ভারতের সঙ্গে যে কৌশলে খেলেছে, তাই থাকবে এ ম্যাচে।

প্রতিপক্ষের মাঠ থেকে অন্তত ড্র করাটাই প্রধান লক্ষ্য জেমি ডে শিষ্যদের। মাঝে প্রস্তুতি ম্যাচে ওমানের প্রিমিয়ার লিগের দল মাস্কট এফসিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে জেমির শিষ্যরা।

জয়ের আত্মবিশ্বাসটা বাড়তি পাওনা হিসেবে কাজ করবে। এমন দলের সঙ্গে সাধারণভাবেই রক্ষণ শক্তিশালী করে প্রতিআক্রমণে মনোযোগ দিচ্ছে দল বললেন, গোলকিপার আশরাফুল ইসলাম রানা।

১৪ নভেম্বর রাত ৯টায় সুলতান কাবুস স্পোর্টস কমপ্লেক্স থেকে ওমানের বিপক্ষের এ ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি।

মোহাম্মদ হাসিব, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button