দেশবাংলা
বুলবুলের তান্ডবে এবতেদায়ী মাদ্রাসাটি সম্পূর্ণ বিধ্বস্ত

ঘুর্ণিঝড় বুলবুলের তান্ডবে বরিশালের গৌরনদী উপজেলার উত্তর দিয়াশুর পীর দুদু মিয়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসাটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। ফলে, হুমকির মুখে পড়েছে মাদ্রাসার প্রায় ৩শ শিক্ষার্থীর শিক্ষা জীবন।
মাদ্রাসা ভবন বিধ্বস্ত হলেও খোলা আকাশের নিচে পাঠদান অব্যাহত রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানায়, ১৯৮৪ সালে মাদ্রাসা চালু হওয়ার পর থেকে ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষা দিয়ে আসছেন শিক্ষকরা।
মাদ্রাসাটি এতোদিন দান-অনুদানে চললেও, ঘূর্নিঝড় বুলবুলের আঘাতে টিনের কক্ষগুলো সম্পূর্ন বিধ্বস্ত হওয়ায়, খোলা আকাশের নিচে পাঠদান চালু রেখেছেন শিক্ষকরা।
ধর্মীয় ও সাধারণ শিক্ষা দেয়া এ শিক্ষা প্রতিষ্ঠানটি রক্ষায় স্থানীয় জনপ্রতিনিধিসহ সমাজের বিত্তবানদের সহায়তা চেয়েছেন, শিক্ষক ও এলাকাবাসী।