
নিষেধাজ্ঞা কাটিয়ে ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচে ফেরাটা জয়ে রাঙালেন লিওনেল মেসি। এই ব্রাজিলের বিপক্ষেই কোপায় সবশেষ হার দেখেছিলেন। ফিরে প্রীতি ম্যাচে সেই হারের মধুর প্রতিশোধ নিলেন আর্জেন্টিনাকে ১-০ গোলে জিতিয়ে।
ম্যাচের শুরুতে কিছুটা ছন্দহীনতায় ছিল আর্জেন্টিনা। ম্যাচের ১০ মিনিটে পেনাল্টি পায় সেলেসাওরা। গ্যাব্রিয়েল জেসুস স্পট কিক থেকে দলকে এগিয়ে নিতে ব্যর্থ হন।
ঠিক তার তিন মিনিট পর পেনাল্টি পায় আলবেসেলেস্তারা। সেই সুযোগ হাতছাড়া করেননি মেসি। দলকে ১-০ গোলের লিড এনে দেন এই স্ট্রাইকার। গোল হজম করে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠেন উইলিয়ান, গ্যাব্রিয়েল জেসুসরা। পরপর বেশ কিছু নিশ্চিত সুযোগ সৃষ্টি করে দলটি।
কিন্তু আর্জেন্টাইন ডিফেন্ডারদের নৈপূণ্যে সবগুলো সুযোগ হাতছাড়া হয় তিতের শিষ্যদের। এরপর আর গোলের দেখা পায়নি কোনো দলই। ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দুই বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
শুদ্রক, বাংলা টিভি