আওয়ামী লীগরাজনীতি
‘বিএনপির রাজনীতি এখন পেঁয়াজে আশ্রয় নিয়েছে’

খালেদা জিয়ার অসুস্থতার রাজনীতি ছেড়ে বিএনপির রাজনীতি এখন পেঁয়াজে আশ্রয় নিয়েছে বলে মন্তব্য করেছেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকীর আলোচনায় এ কথা বলেন তিনি। এসময় বিএনপির বেশির ভাগ নেতাই দলছুট মন্তব্য করে ক্ষমতার লোভে তারা রাজনীতি করেন বলেও জানান হাছান মাহমুদ।
ক্ষমতার লোভে রাজনীতি না করে, মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শ থেকে শিক্ষা নিয়ে রাজনীতি করতে বিএনপির নেতাকর্মীদের পরামর্শ দেন তথ্যমন্ত্রী।