fbpx
দেশবাংলা

লেবাননে নিহত বাংলাদেশির লাশ আনতে সরকারের সহায়তা চান স্বজনরা

পরিবারের স্বচ্ছলতা আনার তাগিদে লেবালনে গিয়ে, সড়ক দূর্ঘটনায় মারা যান মানিকগঞ্জের আব্দুর রশিদ। মৃত্যুর খবরটি বাড়িতে পৌঁছার পর তার পরিবারের সদস্যদের মাঝে নেমে আসে শোকের ছায়া। মৃতদেহটি দেশে এনে প্রিয়জনের মুখটি শেষবারের মতো দেখার সুযোগ করে দিতে, সরকারের সহায়তা চেয়েছেন স্বজনরা।

জানা যায়, গত সোমবার বাগান থেকে আপেল নিয়ে নিয়োগকর্তার পরিবারের সাথে প্রাইভেটকার যোগে ফেরার পথে, দেশটির হারিছা এলাকায় গাড়ীর নিয়ন্ত্রণ হারায় ড্রাইভার। সাথে সাথে গাড়িটি পাহাড় থেকে প্রায় ৩০ ফুট নিচে, গভীর খাদে পড়ে যায়। এতে, গাড়িতে থাকা রশিদ ও মালিকের মা ঘটনাস্থলেই মারা যান।

মৃত্যুর খবরটি বাড়িতে পৌঁছার পর তার পরিবারের সদস্যদের মাঝে নেমে আসে শোকের ছায়া। কোনো ভাবেই থামছে না স্বজনদের আহাজারী। লাশটি দেশে এনে প্রিয়জনের মুখটি শেষবারের মতো দেখার সুযোগ করে দিতে, সরকারের সহায়তা চেয়েছেন তার স্বজনরা।

ভাগ্য পরিবর্তনের লক্ষে প্রায় ৬ বছর পূর্বে লেবাননে পাড়ি জমিয়েছেন ছিলেন এই বাংলাদেশি। আব্দুর রশীদের বাড়ী, মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বেলক পাড়া গ্রামে।

রেজাউল করিম, সিংগাইর প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button