
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দলবদলের শেষদিনে ফুটবলারদের চূড়ান্ত নিবন্ধন সেরেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, রহমতগঞ্জ এমএফসি, উত্তর বারিধারা, চট্রগ্রাম এবং ঢাকা আবাহনীর মতো ক্লাবগুলো।
বুধবার বিকালে বাফুফে ভবনে, দিনের শুরুতে খেলোয়াড়দের চূড়ান্ত নিবন্ধন আনুষ্ঠানিকভাবে ফেডারেশন কর্তাদের কাছে জমাদেন মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, রহমতগঞ্জ এমএফসি, উত্তর বারিধারার ক্লাব কর্মকর্তারা।
আরামবাগ ক্লাব থেকে বেশিরভাগ খেলোয়াড় নিয়ে দল গোছায় ক্লাবগুলো। বিশেষ করে বিদেশি নতুন কিছু ফুটবলারদের নিজ নিজ তাবুতে নিয়েছে তারা। সন্ধ্যায় ফেডারেশনের কাছে খেলোয়াড় নিবন্ধনের আনুষ্ঠানিকতা সারে ঢাকা আবাহনীসহ চট্টগ্রাম আবাহনী।
আগের ফুটবলারদের বেশিরভাগই তারা দলের রেখেছে। তবে চট্টগ্রাম আবাহনীর কোচ হিসেবে নতুন মৌসুমের দায়িত্ব নিয়েছেন মারুফুল হক।
আগামী ডিসেম্বরের মাঝামাঝিতে ফেডারেশন কাপ দিয়ে শুরু হবে ২০১৯-২০ ফুটবলের নতুন মৌসুম। এরপর শুরু হবে বিপিএল ফুটবল।