fbpx
অন্যান্যবাংলাদেশ

‘নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এটাই প্রত্যাশা’

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেছেন, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। তাই অবাধ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এটাই তাদের প্রত্যাশা।

রোববার বিকেলে রাজধানীর গোপীবাগে ইশরাক হোসেনের বাসায় তার সঙ্গে সাক্ষাৎ শেষে, তিনি এ মন্তব্য করেন। এর আগে দুপুর ২টা ৪০ মিনিটে সাক্ষাতের জন্য গোপীবাগে যান রবার্ট। এসময় তিনি বলেন, আমি সব মেয়র প্রার্থীর সাথে দেখা করছি।

তারই অংশ হিসেবে আজ বিএনপির প্রার্থীর সাথে দেখা করতে এসেছি। আমি ইলেকশন কমিশনের সাথে কথা বলেছি, তারা কীভাবে নির্বাচন পরিচালনা করছেন, সে বিষয়ে কথা হয়েছে।

ইশরাকের গণসংযোগে হামলার ঘটনা সম্পর্কে জানতে চাইলে রবার্ট চ্যাটার্টন বলেন, নির্বাচনী প্রতিযোগিতায় সংঘর্ষ কোনোভাবেই কাম্য নয়। সংঘর্ষ আমরা প্রত্যাশা করি না। সবাই মিলে একটি শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করে তার দেশ।

সংশ্লিষ্ট খবর

Back to top button