fbpx
বিশ্ববাংলামুজিববর্ষ

মুজিববর্ষ উদযাপন করবে মক্কা প্রবাসীরা

চলতি মাসের ১৭ মার্চ থেকে শুরু হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন, চলবে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত। মুজিববর্ষে দেশ থেকে সকল প্রকার দূর্নীতি দূর হয়ে সোনার বাংলায় রুপান্তরিত হবে বাংলাদেশ, এ প্রত্যাশা জানিয়েছেন, মক্কা প্রবাসী বাংলাদেশিরা।

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে জাতির পিতার জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উদযাপনে, বছরব্যাপী বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বর্তমান সরকার। এসব পরিকল্পনার মধ্যে রয়েছে, শিশু-কিশোর উৎসব, বঙ্গবন্ধুর জীবনের ওপর শিশু-কিশোরদের জন্য রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠান।

দেশের ন্যায় প্রবাসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোতে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হবে মুজিববর্ষ। মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল প্রকার দূর্নীতি দূর হবে এবং মুজিববর্ষ উদযাপনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর জীবন, কর্ম ও আদর্শ তুলে ধরা হবে, এমন প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের।

এস এইচ হেমায়েত, মক্কা প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button