fbpx
দেশবাংলা

চাকুরিচ্যুতির ভয়ে বাধ্যতামূলক কাজে যোগদান

চাকুরিচ্যুতির ভয় দেখিয়ে শ্রমিকদের কাজে বাধ্য করছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের টিপুরদী এলাকায় চৈতি কম্পোজিট নামের একটি শিল্প প্রতিষ্ঠান। রোববার থেকে সকাল পর্যন্ত শ্রমিকদের ফোন দিয়ে তাদের কাজে যোগ দেওয়ার তাগিদ দেয় চৈতি কর্তৃপক্ষ।

কারখানা কর্তৃপক্ষ সত্যতা স্বীকার করে বলেন, জরুরি শিপমেন্ট ধরে রাখার জন্য এ শ্রমিকদের দিয়ে নিটিং ও ডাইং সেকশন চালু রেখেছেন বলে জানিয়েছেন চৈতি কম্পোজিটের এজিএম মিজানুর রহমান। তবে শ্রমিকদের অভিযোগ, চাকুরিচ্যুতির ভয় দেখিয়ে তাদের কাজে আসতে বাধ্য করা হয়েছে।

এদিকে সারা দেশের শিল্প প্রতিষ্ঠান করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বন্ধ ঘোষণা করে বিজিএমইএ। তবে এ ঘোষণা মানছেন না চৈতি কম্পোজিট। শ্রমিকদের অভিযোগ, এ শিল্প প্রতিষ্ঠানে ২ হাজার শ্রমিককে কাজে যোগদান করিয়েছে।

চৈতি কম্পোজিটের এজিএম মিজানুর রহমান বলেন, শিপমেন্ট ধরে রাখার জন্য শুধু নিটিং ও ডাইং সেকশনের ২শ শ্রমিককে অতিরিক্ত কাজে যোগদান করিয়েছি। তাদের ন্যায্য পাওনা তারা পাবেন।

সোনারগাঁও উপজেলা সহকারী কমিশরার ভূমি আল মামুন জানান, চৈতি কম্পোজিট পরিদর্শনে গিয়ে সত্যতা পেয়ে শ্রমিকদের কাজে বাধ্য না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

শাহাদাত হোসেন রতন, সোনারগাঁ প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button