fbpx
অন্যান্যবাংলাদেশ

চিরচেনা রূপে ফিরছে রাজধানী

খুলেছে শপিংমল ও মার্কেট, শিথিল হয়েছে কড়াকড়ি। ঢাকায় ঢুকছে মানুষ। কেনাকাটার জন্য ঘর থেকে বের হচ্ছে মানুষ। এছাড়াও সড়কে বেড়েছে ব্যক্তিগত গাড়ি, সিএনজি অটোরিকশাসহ অন্যান্য যানবাহন।

যান চলাচল বেড়ে যাওয়ায় বেশিরভাগ সিগনালে এখন অপেক্ষাও করতে হচ্ছে। সব মিলিয়ে রাজধানী আবার ফিরছে তার চেনা রূপে।

সামাজিক দূরত্ব বজায় না রেখে অবাধ চলাচল অব্যাহত থাকলে করোনা সংক্রমণের ঝুঁকিও বেড়ে যেতে পারে। অন্যদিকে, একই সড়কে ব্যাটারিচালিত রিকশাসহ বিভিন্ন গতির যানবাহন চলাচলে বেড়েছে দুর্ঘটনার আশংকা।

এদিকে, রাজধানীর অন্যতম প্রবেশমুখ আব্দুল্লাহপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সেনাবাহিনীর তৎপরতা দেখা গেলেও, তাতে মিলছে না কোনও ফল। রাজধানীর বাজারগুলোতেও ক্রেতা-বিক্রেতা কেউই মানছেন না স্বাস্থ্যবিধি।

সংশ্লিষ্ট খবর

Back to top button