
বন্ধ পাটকল চালু, শ্রমিক কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধ, দুর্নীতি বন্ধ এবং রাষ্ট্রায়ত্ত্ব খাতে রেখে পাটকল আধুনিককরণসহ ১৩ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন করেছে বাংলাদেশের ওয়াকার্স পার্টি।
বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এতে, পাট শিল্পকে ধ্বংস করার অপচেষ্টা চলছে- অভিযোগ করে পার্টির নেতারা বলেন, এ খাতে লোকসানের চেয়ে দুর্নীতি ও লুটপাট বেশি হয়।
এসময় এই শিল্পকে ধ্বংস করার অপচেষ্টাকে আগামীতে রুখে দেয়ারও হুঁশিয়ারি দেন বক্তারা।