বিশ্ববাংলা
দক্ষিণ আফ্রিকার ডারবানে কনস্যুলার সেবা

দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে আগামী শুক্র ও শনিবার ডারবান এলাকায়, কনস্যুলার সেবা দেয়া হবে।
হাইকমিশন তাদের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে জানায়, ভ্রাম্যমান কনস্যুলার টিম আগামী ২৭ ও ২৮ নভেম্বর, দু’দিন ব্যাপী ডারবান এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে বসবাসরত প্রবাসীদের মেশিন রিডেবল পাসপোর্ট ইস্যু, মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট নবায়ন, ট্রাভেল পারমিটসহ, অন্যান্য সেবা দেবে।
যারা সেবা নিতে যাবেন, তাদের পাসপোর্টের আবেদনের সাথে, মিশনের ব্যাংক হিসাবে স্থানীয় মুদ্রায় ১৬৫০ রান্ড এবং ট্রাভেল পারমিটের আবেদনের সাথে, ৪৪০ রান্ড জমা দেয়ার ব্যাংক রশিদ সংযুক্ত করতে হবে।
এছাড়াও সদ্য তোলা ছবি, ডিজিটাল জন্মসনদ, জাতীয় পরিচয়পত্র, অথবা ভোটার পরিচয়পত্রের কপি নিয়ে যেতে বলা হয়েছে।