মালয়েশিয়ায় দেয়াল ধসে গুরুতর জখম দুই বাংলাদেশি

মালয়েশিয়ায় দেয়াল ধসে পড়ায় গুরুতর জখম হয়েছেন মোশাক এবং মান্নান নামে দুইজন বাংলাদেশি নির্মাণ শ্রমিক।
জানা যায়, গত রোববার দেশটির পেনাং রাজ্যের কাসিয়া বন্দর এলাকায় অবস্থিত একটি বেসরকারী কলেজের স্থাপনা সংস্কারের কাজ করছিলেন ঐ দুজন। কাজের জায়গায় অবস্থিত দেয়ালটি ছিলো খুবই দুর্বল। তারা এটি জানতেন না, ফলে দেয়ালটির পাশেই কাজ করছিলেন তারা। হঠাৎ দেয়ালটি তাদের উপরে ধ্বসে পড়ে।
এসময় তারা দুজনই গুরুতর আহত হন। এ ব্যাপারে পেনাং রাজ্য ফায়ার অ্যাণ্ড রেসকিউ ডিপার্টমেন্টের অপারেশন অফিসার আজমি তাহের জানান, দুই বাংলাদেশির ধ্বংসস্তূপের নীচে আটকে পড়ার খবর পেয়ে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখেন, মোশাক এবং মান্নানকে টেনে বের করার চেষ্টা চালাচ্ছে তাদের সহকর্মীরা।
কিন্তু ভেঙ্গে পড়া দেয়াল অত্যন্ত ভারী থাকায় তারা উদ্ধার করতে পারছিলোনা। পরে পুলিশের সহযোগীতায় তাদেরকে উদ্ধার করে স্থানীয় সেবেরাং জায়া হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।