
বিয়ে করলেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী অপর্ণা ঘোষ। সনাতন ধর্মীয় রীতি অনুসারে বৃহস্পতিবার মধ্যরাতে অভিনেত্রীর গ্রামের বাড়ি চট্টগ্রামের আগ্রাবাদে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। পাত্রের নাম সত্রাজিৎ দত্ত। পেশায় আইটি ইঞ্জিনিয়ার। জাপানে কর্মরত রয়েছেন সত্রাজিৎ।
জমকালো বিয়ের আনুষ্ঠানিকতায় বর-কনের পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন। এর আগে ৭ ডিসেম্বর রাতে চট্টগ্রামে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আশীর্বাদ অনুষ্ঠান সেরেছেন তারা।
২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরা চারের একজন নির্বাচিত হন অপর্ণা ঘোষ। এরপর নিয়মিত হয়ে ওঠেন টেলিভিশন ও বিজ্ঞাপনের পর্দায়। ছোটপর্দার পাশাপাশি বড় পর্দায়ও সরব অপর্ণা। অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।