দেশবাংলা
বিভিন্ন অঞ্চল জুড়ে মৃদু শৈত্যপ্রবাহ

দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে অব্যাহত আছে মৃদু শৈত্যপ্রবাহ। মঙ্গলবার সকালে পঞ্চগড়ে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে তেঁতুলিয়া, রাজারহাট, বদলগাছী, চুয়াডাঙ্গা, কুমিল্লা, শ্রীমঙ্গল, সীতাকুণ্ডের উপর দিয়ে।
এদিকে, গরম কাপড়ের অভাবে দুর্ভোগ বেড়েই চলেছে দরিদ্র মানুষের। কনকনে ঠান্ডা উপেক্ষা করে কাজে যেতে পারছেন না শ্রমজীবিরা। ঠান্ডা প্রভাবে হাসপাতালগুলোতে বেড়েছে ডায়রিয়া, শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা।