
হৃতিকের প্রাক্তন স্ত্রী, সুরেশ রায়না, গুরু রনধাওয়াওকে মুম্বাইয়ের একটি নাইট ক্লাবের পার্টি থেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার ভারতীয় সময় দিবাগত রাত আড়াইটার দিকে পুলিশ এ অভিযান চালায়। এ সময় পালিয়ে বেচেছেন জনপ্রিয় ভারতীয় র্যাপার বাদশা।
জানায়ায়, মুম্বাইয়ের ম্যারিয়ট হোটেলের ড্রাগন ফ্লাই ক্লাবে সাস্থ্যবিধি না মেনে চলছিলে পার্টি। এখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। ড্রাগন ফ্লাই ক্লাব থেকে ৩৪ জনকে গ্রেফতার করা হয়।
তাদের মধ্যেই ছিলেন সুজান, রায়না এবং গুরু। তাদের বিরুদ্ধে আইনের ১৮৮, ২৬৯ এবং ৩৪ ধারায় অভিযোগ আনা হয়। সুজান, রায়না এবং গুরু আপাতত জামিনে আপাতত মুক্ত।