আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের রকফোর্ড শহরে বন্দুকধারীর গুলিতে ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো তিনজন।শনিবার রাতে এই হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, হামলার পর জড়িত সন্দেহে একজনকে আটক করেছে। তবে বাকিদের ধরতে অভিযান চালানো হচ্ছে। হামলায় নিহতদের পরিচয় জানা যায়নি।
ঘটনাস্থলের আশপাশে রকফোর্ডের স্থানীয় বাসিন্দাদেরকে আপাতত বাড়িতে অবস্থানের নির্দেশনা দিয়েছে পুলিশ। অতিরিক্ত নিরাপত্তা দিয়ে ঘিরে রাখা হয়েছে এলাকাটি।