গাজীপুরে আগুনে পুড়ে স্বামী-স্ত্রীসহ ৪ জনের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরের, কালামপুর এলাকায় কলোনীতে লাগা আগুনে পুড়ে স্বামী স্ত্রীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয় বেশকয়েক জন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার ভোরে কালামপুর পূর্বপাড়া নব্বই কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে অন্তত ৪৬টি ঘর পুড়ে গেছে। গ্যাস সিলিন্ডার থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
নিহতরা হলেন- গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার সুন্দাইল এলাকার সামছুল হুদার ছেলে মিলন (৩৭) ও তার স্ত্রী মুন্নি (৩০), জরিকপুর এলাকার আশরাফ আলীর ছেলে ফরহাদ (৪০) এবং একই জেলার পলাশবাড়ি থানার জগন্নাথপুর এলাকার ওসমান গনির ছেলে আউয়াল (২০)। তারা সবাই ওই কলোনিতে বসবাস করতেন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম জানান, নিহতদের মৃতদেহ উদ্ধার করে স্বজনদের মাধ্যমে শনাক্তের পর তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে।