দেশবাংলা
কাল চসিক নির্বাচন, কেন্দ্রে ভোটের সরঞ্জাম

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ কাল। এরইমধ্যে ৭৩৫টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি সরবরাহ করা হয়েছে।
মঙ্গলবার সকালে, নগরীর এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম হল, আগ্রাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়, নাসিরাবাদ বালক উচ্চ বিদ্যালয় ও বন্দর স্কুল অ্যান্ড কলেজ থেকে ভোটের এসব সরঞ্জামাদি বিতরণ করা হয়। নির্বাচন ঘিরে, ভোটকেন্দ্র গুলোতে ৪ হাজার ৯ হাজার ৭৭২ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।
এছাড়া নিরাপত্তায় মাঠে থাকবেন, প্রায় ৮ হাজার আইনশৃংখলা বাহিনী সদস্য। চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বী ৭ জন। কাউন্সিলর প্রার্থী ২২৫ জন। কাল ভোট দেবেন ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন ভোটার।