আন্তর্জাতিকএশিয়া
প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে ট্রাক্টর মিছিল

দিল্লিতে ট্রাক্টর মিছিল করেছেন ভারতের প্রতিবাদী কৃষকরা। মঙ্গলবার (২৬ জানুয়ারি) দেশটির প্রজাতন্ত্র দিবসে কৃষি আইন বাতিলের দাবিতে পুলিশি বাধা উপেক্ষা করে এই প্রতিবাদ করে কৃষকরা।
দিল্লি পুলিশ প্রজাতন্ত্র দিবসের দিন তিনটি নির্দিষ্ট পথে ট্রাক্টর মিছিল করার অনুমতি দেয়। কিন্তু মঙ্গলবার সেসব সরকারি নির্দেশনাকে তোয়াক্কা না করে সকাল থেকেই পূর্ব ঘোষণা অনুযায়ী দেশটির রাজধানী দিল্লিতে প্রবেশ করতে থাকে হাজারো কৃষক।
বিভিন্ন এলাকায় কৃষকরা ব্যারিকেড ভেঙে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এসময় কৃষকদের ওপর লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ছোঁড়ে পুলিশ।
এর আগে, সিংঘু সীমান্তে পাঁচ হাজার কৃষকের জমায়েতের সামনে উপস্থিত সামান্য সংখ্যক পুলিশ সদস্যরা রীতিমতো অসহায় হয়ে পড়েন। এছাড়া টিকরি সীমান্তেও দুইপক্ষের সংঘর্ষ হয়।