
দেশে শোবিজ অঙ্গনের তারকাদের মধ্যে প্রথম করোনার টিকা গ্রহণ করলেন বরেণ্য অভিনেত্রী ও সাংসদ সুবর্ণা মুস্তাফা। সোমবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে টিকা নেন তিনি। নিবন্ধনের মাধ্যমে টিকা নেওয়ায় অংশগ্রহণ করেন তিনি।
সুবর্ণা মুস্তাফা টিকাগ্রহণের একটি ছবি পোস্ট করে ফেসবুকে লিখেছেন, ‘আমার টিকা নেয়া সম্পন্ন হয়েছে। মানুষের যত্ম নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ধন্যবাদ।
এদিকে, অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত সময় পার করছেন সুবর্ণা মুস্তাফা। ২০১৯ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনের এমপি তিনি।